ছড়া ঝড়ী আইলো-মোঃমনোয়ারুল ইসলাম মনা

- ছড়া
ঝড়ী আইলো
মোঃমনোয়ারুল ইসলাম মনা
গাইবান্ধা, বাংলাদেশ।
তাঃ২৮/০৬/২০২০ইং
ঝড়ী আইলো ঝড়ী আইলো
শোভাগন্জ দিয়া,
শিমুর নানী ভাত রাঁধিবে
তাকে সাথে নিয়া।
এক হাতেতে নিলো ছাতা
অন্য হাতে ডালা,
টাপুরটুপুর ঝড়ী পরে
ডাকছে আবার খালা।
দৌড়ে গিয়ে হাজির হলো
খালা মনির কাছে,
হাতে তাহার দিলো সন্দেশ
কথা নয়কো মিছে।
হঠাৎ করে ঝড়ী থামলো
আনন্দ মন মাঠে,
চলরে সখী দু’জন মোরা
কলসি লইয়া ঘাটে।।