“তোমায় মনে পড়ে ” মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তোমার কথা পড়লে মনে
অশ্রু বারি ঝরে,
স্বাধীন দেশের প্রতি শাখায়
তোমার মনে পড়ে।
তোমার মুখের একটি কথায়
জোট বাঁধিয়ে শক্ত,
দেশের টানে মন ও প্রাণে
দিলাম বুকের রক্ত।
প্রভু তোমায় নেতার গুণে
একশো বছর আগে,
পাঠিয়েছিলেন এই বাংলায়
রাত্রি প্রথম ভাগে।
কেউবা চোখে দেখেছি আর
কেউবা স্মরি মনে,
তোমার অভাব তোমার বাংলায়
বোধ হয় প্রতিক্ষণে।
সতেরো মার্চ দুই হাজার বিশ
তোমার জন্মদিনে,
হৃদয় বাগে ফুল ফোটে না
আজকে তোমায় বিনে।